সখীপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুরে চাচীর দায়ের করা ধর্ষণ মামলায় ভাতিজা গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) রাতে উপজেলার বানিয়াছিট গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনা চাচী বাদী হয়ে ভাতিজা খায়রুল ইসলামকে একমাত্র আসামি করে সখীপুর থানায় ধর্ষণ মামলাটি দাযের করেন। পুলিশ ধর্ষক খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, উপজেলার বানিয়ারছিট গ্রামের মেয়ে(২৫) প্রায় ৬ বছর আগে পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার শোলাকীপাড়া গ্রামে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী বিদেশ চলে যায়। এরপর থেকে ধর্ষিতা মেয়ে একমাত্র ছেলেকে নিয়ে বেশির ভাগ সময় বাবার বাড়িই থাকতেন।
শুক্রবার সন্ধ্যায় ভাসুর আবদুস সালামের ছেলে ভাতিজা খায়রুল ইসলাম (২০) চাচীর বাড়ি বানিয়ারছিট বেড়াতে আসে। রাতে চাচী ও ভাতিজা একই ঘরের পাশাপাশি খাটে ঘুমিয়ে পড়ে। এরপর চাচী গভীর গমে চলে গেলে রাত ১০টার দিকে ভাতিজা খায়রুল ইসলাম ওড়না দিয়ে চাচীর মুখ বেধে জোর পূর্বক ধর্ষণ করে।পরে ধর্ষিতার আত্মচিৎকারে পাড়া প্রতিবেশী এগিয়ে এসে ধর্ষককে আটক করে।
এব্যপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ মাকছুদুল আলম বলেন, ধর্ষক খায়রুল ইসলামকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষা করার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।