বুলবুল মল্লিকঃ
টাঙ্গাইলে ভেড়া উৎপাদন ও উৎপাদিত পণ্যের ব্যবহার শীর্ষক জাতীয় সেমিনার বৃহস্পতিবার(১৯ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান। প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়ের সভাপতিত্বে ওই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রাণি সম্পদ অধিদপ্তরের ‘সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের (কম্পোনেন্ট-বি, ১ম ও ২য় পর্যায়)’ প্রাক্তন প্রকল্প পরিচালক একেএম আজাদ।
সেমিনারে জানানো হয়, ভেড়া ব্যাপক পুষ্টিমান সম্পন্ন একটি দেশিয় প্রাণি। দেশের সুষম খাদ্যের মধ্যে ভেড়ার মাংস অন্যতম। গরু ও ছাগলের মাংসের চেয়ে ভেড়ার মাংসের পুষ্টিগুণ ১-২% বেশি। গুরুত্ব বিবেচনায় দেশে ভেড়া উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে দারিদ্র বিমোচনে ২০০৬ সালে প্রাণি সম্পদ অধিদপ্তরের ‘সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প(১ম পর্যায়) দেশের ২২টি জেলায় শুরু করা হয়। প্রকল্পটি ব্যাপক সফল হওয়ায় ২০১২ সালে ওই প্রকল্পের(২য় পর্যায়) দেশের ৬৪ জেলায় বৃদ্ধি করা হয়। প্রকল্পের দ্বিতীয় পর্যায় ২০১৮ সালে শেষ হওয়ার কথা রয়েছে। আরো জানানো হয়, শুমারি অনুযায়ী ১৯৮৩-৮৪ সালে দেশে ভেড়ার সংখ্যা ছিল ৬ লাখ ৬৭ হাজার ১৮৯টি। ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১২ বছরে ভেড়ার বৃদ্ধি হয় ৭০.২৩%। এরমধ্যে প্রকল্পটি গ্রহন করে প্রশিক্ষণের মাধ্যমে খামারি ও উদ্যোক্তা সৃষ্টি ও তাদের দক্ষতা উন্নয়ন, বিনামূল্যে টিকা ও ওষুধ প্রদান, গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে ভেড়া পালনে উদ্বুদ্ধকরণ সহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়। ফলে প্রকল্পের সুফল আসতে থাকায় ২০১৫ সালে ভেড়ার সংখ্যা দাঁড়ায় ৩২ লাখ ৭০ হাজার। সেমিনারে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রাণি সম্পদ কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।