ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ৮ টি ইউনিয়নে ষষ্ঠ ধাপে নির্বাচন হচ্ছে। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৪ জুন(শনিবার)। সদে উপজেলার ৮টি ইউনিয়নের ৮৪টি কেন্দ্রের মধ্যে ৪২টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এদিকে, শেষ মুহুর্তে মরিয়া হয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। ভোটাররা বলছেন ‘ভোটের আগে ভাই ভাই, ভোট ফুরালেই নাই’ এমন প্রার্থীকে তারা ভোট দেবেন না।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার ৮ টি ইউনিয়নে মোট কেন্দ্র ৮৪ টি। ৫০৮টি ভোট কক্ষে ১ লাখ ৮৬ হাজার ৪৫৯ জন ভেঅটার তাদের ভেঅটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে মহিলা ভোটার ৯২ হাজার ৮২৫, পুরুষ ভোটার ৯৩ হাজার ৬৩৪ জন। ৮ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৫ জন, সংরক্ষিত সদস্য ৯১ জন, সাধারণ সদস্য ২৭৮ জন।
সরেজমিনে নির্বাচনী এলাকা পরিদর্শনে গালা ইউনিয়নের রসুলপুরের মোহাম্মদ মানিক বলেন, আমি কোন রাজনীতি করি না। রাজনীতি বুঝিও না। প্রার্থীরা আমাদের কাছে ভোট চাওয়ার জন্য আসছেন। এবার প্রার্থীদের ‘মিষ্টি কথায় কাজ হবে না’। যে প্রার্থী সারা বছর এলাকার মানুষের পাশে থেকে সঙ্গ দেবেন তাকেই আমরা ভোট দিব; যারা ভোটের আগে ভাই ভাই করে আর ভোট ফুলালেই শহরে চলে যান তাদেরকে আমরা ভোট দিবনা। একই ইউনিয়নের বার্থা গ্রামের ভোটার হাকিম শিকদার বলেন, যিনি সৎ, যোগ্য, এলাকার উন্নয়ন করবেন তাকেই আমরা ভোট দিব। তিনি বলেন, আমাদের এলাকায় সব সময়ই সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি আশা করছি এবারের নির্বাচনেও কোন সহিংসতা হবে না। তবে শিবপুর এবং আগবিক্রমহাটি কেন্দ্রে গণ্ডগোল হতে পারে বলে মনে করেন এই ভোটার। অপর ভোটার খলদবাড়ির জামাল উদ্দিন বলেন, ভোটের সময় ভাই ভাই আর ভোট ফুরালেই নাই-এমন প্রার্থীকে তারা ভোট দিবেন না। যিনি সৎ, যোগ্য ও মানুষের কাছে থেকে খোঁজ-খবর রাখবেন তাকেই ভোট দিব। নির্বাচনের পরে জনগণকে যেন ভুলে যাবেন এমন প্রার্থীকে আমরা ভোট দিব না।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা সবাই উন্নয়ন ও মানুষের পাশে থেকে সেবা করার অভিলাষ ব্যক্ত করেন।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচন অফিসার ইদি আমীন জানান, প্রতিটি কেন্দ্রে ২০ জন করে আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপ্রিয় নির্বাচন অনুষ্ঠান হবে বলে আশা করছেন।