ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইল পৌরসভার পার্ক বাজারে ওজন কম দেয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত বুধবার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন।
টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসতানজিদা পারভীনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে শহরের পার্কবাজরে অভিযান চালান। এ সময় বাজারের মুরগী ব্যবসায়ী হাবিব ও ওমর আলীকে কেজিতে ২০০ গ্রাম ওজনে কম দেয়ার অপরাধে উভয়কে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। একই বাজারের খাবার হোটেল ব্যবসায়ী লিয়াকতকে নোংরা পরিবেশ ও বাঁশি খাবার রাখার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৬ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়।