টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হেেয়ছে।
বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এ আর এম সোলাইমান মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন।
পরে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক-কর্মচারী এবং বিভিন্ন হলের প থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এরপর মওলানা ভাসানীর পরিবারের প থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এর পর জেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় বিএনপি, জেলা বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতালীগ, ভাসানী স্মৃতি সংসদ, ন্যাশনাল পিপলস পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, ভাসানী আদর্শ অনুশীলন পরিষদ, ভাসানী স্মৃতি পরিষদ, ন্যাপ ভাসানী, আওয়ামী সাংস্কৃতিক জোট, কমিউনিস্ট পার্টি, টাঙ্গাইল প্রেসকাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিা প্রতিষ্ঠান, দেশী-বিদেশী অসংখ্য ভক্ত মুরিদান ও সর্বস্তরের সাধারন মানুষ মরহুমের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
এ উপলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।
প্রকাশ, ১৯৭৬ সালের এইদিনে তৎকালীন পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তিনি।।