গণবিপ্লব রিপোর্টঃ
দীর্ঘ ১১ বছর পর জেলার সবচেয়ে বড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবর টুর্ণামেন্ট শুক্রবার(৬ নভেম্বর) মাঠে গড়ালো। টাঙ্গাইল স্টেডিয়ামে দুপুর আড়াইটায় স্থানীয় সাংসদ আলহাজ মো. ছানোয়ার হোসেন দেশের প্রথমবিভাগ ফুটবললীগের ১২টি দলের অংশ নেয়া এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ ফজলুর রহমান খান ফারুক, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনোয়ারা বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদীরা। এ টুর্ণামেন্ট শুরু হওয়ার খবরে জেলার খেলোয়ার, ক্রীড়া সংগঠক ও ফুটবল প্রেমিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে ঢাকার উত্তর বারিধারা কাব বনাম ওয়ারী কাব প্রতিদ্বন্দ্বিতা করছে।
জেলার ক্রীড়া সংগঠক একেএম আব্দুল হামিদ ফরিদ জানান, টাঙ্গাইলের তদানিন্তন ক্রীড়ামোদী জেলা প্রশাসক মরহুম রেজাউল ইসলাম টাঙ্গাইল জেলার ফুটবলের মান উন্নয়নের জন্য ১৯৮০ সালে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্র্ণামেন্ট’ নামে ফুটবল খেলার আয়োজন করেন। টুর্ণামেন্টকে আকর্ষনীয় ও জনপ্রিয় করার জন্য ঢাকা প্রথম বিভাগ লীগের প্রথমসারির সবকটি কাব দলগুলোকে নিয়ে যাত্রা শুরু হয়। ঢাকার বাইরে আবাহনী, মোহামেডান, ব্রার্দাস ইউনিয়ন, মুক্তিযোদ্ধার মত কাবগুলোকে নিয়ে টাঙ্গাইল মাঠে আয়োজিত এই টুর্ণামেন্ট সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এতে টাঙ্গাইল জেলার ফুটবল খেলার মান বেশ বৃদ্ধি পায় এবং ব্যাপক জাগরণ ঘটে। টুর্ণামেন্ট আয়োজনের উদ্দেশও সফলতার মুখ দেখতে পায়। কিন্তু পরবর্তীতে টুর্ণামেন্টের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি আয়োজকরা।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার বজলুর রহমান বলেন, ফুটবল দেশের জনপ্রিয় একটি খেলা। দেশের মাটিতে নব্বইয়ের দশকে টাঙ্গাইল জেলার অনেক স্বনামধন্য খেলোয়ার দেখা গেছে, যা এখনও আছে, তবে সংখ্যায় খুবই সামান্য। টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের এ আয়োজনে নতুন নতুন খেলোয়ার যেমন সৃষ্টি হবে, তেমনি ফুটবলের প্রতি খেলোয়ারদের আগ্রহও জন্ম নেবে। নিঃসন্দেহে এ আয়োজনটি একটি ভালো উদ্যোগ।
সাবেক ফুটবল খেলোয়ার আসিফুল আলম সফিক বলেন, দীর্ঘদিন পরে হলেও এ আয়োজন দর্শক ও খেলোয়ারদের মধ্যে ব্যাপক ভাবে সাড়া ফেলবে। উৎসাহ সৃষ্টি হবে নতুন নতুন খেলোয়ার তৈরিতেও।
এ ব্যাপারে টাঙ্গাইল ফুটবলের নবাগত খেলোয়ার আরিফ আকন্দ, মিয়া মো. নোমানসহ অনেকেই বলেন, হারিয়ে যাওয়া ফুটবল খেলার প্রতি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা দৃষ্টি দিয়েছেন-এটিই বড় বিষয়। এ খেলার আয়োজন থেকে নতুন খেলোয়ার সৃষ্টি হওয়ার পাশাপাশি বর্তমান খেলোয়ারও অনেকটাই নতুন নতুন ফুটবল নৈপূণ্য ও কারুকার্য শিখতে পারবে। এ আয়োজনের ফলে ফুটবলের দর্শক ফিরে পাওয়ার সাথে সাথে খেলোয়ারদের এ খেলার প্রতি আগ্রহ সৃষ্টি করবে বলেও মনে করছেন তারা।
জানাগেছে, ১৯৮০ সালে শুরু হওয়া টুর্র্ণামেন্টে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় ঢাকা আবাহনী লিমিটেড ও কালেক্টরিয়েট কাব। ১৯৮১ সালে চ্যাম্পিয়ন হয় ঢাকা আজাদ স্পোটিং কাব ও রানার্সআপ ঢাকা ফরাশগঞ্জ কাব। ১৯৮২ সালে চ্যাম্পিয়ন হয় নারায়নগঞ্জ ডকইয়ার্ড কাব ও রানার্সআপ ঢাকা রহমতগঞ্জ কাব। ১৯৮৩ সালে চ্যাম্পিয়ন হয় ঢাকা কাষ্টমস অ্যান্ড এক্সসাইজ কাব ও রানার্সআপ ঢাকা লালবাগ কাব। ১৯৮৪ সালে চ্যাম্পিয়ন হয় ঢাকা কাষ্টমস অ্যান্ড এক্সসাইজ কাব ও রানার্সআপ টাঙ্গাইল ইষ্টএন্ড কাব। এর চার বছর পর ১৯৮৯ সালে চ্যাম্পিয়ন হয় ঢাকা কাষ্টমস অ্যান্ড এক্সসাইজ কাব ও রানার্সআপ হয় ঢাকা ব্রার্দাস ইউনিয়ন কাব। এক বছর পর ১৯৯১ সালে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় ঢাকা আবাহনী লিমিটেড ও ব্রার্দাস ইউনিয়ন কাব। এরপর দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত সর্বশেষ ২০০৪ সালে টুর্র্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় ঢাকা মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও রানার্সআপ হয় ঢাকা আবাহনী লিমিটেড কাব। তিন ভরি স্বর্ণের তৈরি গোল্ডকাপ ট্রফিটি বর্তমানে জেলার ট্রেজারিতে সংরক্ষিত রয়েছে।
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে টুর্র্ণামেন্টের নবম আসরে মোট ১২টি কাব অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে, ঢাকার টিম বিজেএমসি, বিকেএসপি, ওয়ারী কাব, ফকিরেরপুল ইয়ংমেন্স কাব, ভিক্টোরিয়া স্পোটিং কাব, আরামবাগ ক্রীড়া চক্র, অগ্রণী ব্যাংক, উত্তর বারিধারা কাব, টিএন্ডটি কাব, পুলিশ এসি এবং টাঙ্গাইল লীগের চ্যাম্পিয়ন ইয়ুথ কাব ও রানার্সআপ ইস্টবেঙ্গল কাব। প্রতিটি দলে বিদেশী তিনজন খেলোয়ার অংশ নিতে পারবে। নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্র্ণামেন্টের খেলায় চ্যাম্পিয়ন দল পাবে দেড় লাখ ও রানার্সআপ দল এক লাখ টাকা সম্মানি হিসেবে পাবে।