আব্দুল লতিফ তালুকদার:
টাঙ্গাইলের মির্জাপুরে গোরান এতিমখানা হাফিজিয়া মাদরাসার ৫ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রকে হত্যা করে মাদরাসার কক্ষে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। নিহত রাসেলের (১২) মা গামের্ন্টকর্মী আছিয়া খাতুন এই অভিযোগ করেন। রাসেল ভূঞাপুর উপজেলার বেতুয়া গ্রামের আজাদ মিঞার ছেলে। সোমবার (৩১ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।
জানা যায়, উপজেলার বেতুয়া গ্রামের আজাদ মিঞা তার স্ত্রী গামের্ন্টকর্মী আছিয়া খাতুনকে ছেলেসহ ডিভোর্স দেন। পরে আছিয়া ছেলেসহ তার বাবার বাড়ি উপজেলার সাফুলকুড়া গ্রামে চলে আসেন। আছিয়া গার্মেন্টকর্মী হিসেবে কোনাবাড়ি একটি পোশাক কারখানায় কাজ করে। এ কারনে তার ছেলে রাসেলকে মির্জাপুর উপজেলার পাকুল্ল্যার গোরান এতিমখানা হাফিজিয়া মাদরাসায় বছর তিনেক আগে ভর্তি করে দেন। সোমবার (৩১ অক্টোবর) সকালে মাদরাসা কর্তৃপক্ষ রাসেল এর মা আছিয়াকে (০১৮৫১৫৭০২৫৩) নম্বরে ফোন করে মাদরাসায় আসতে বলে। আছিয়া ছেলের বিষয়ে জানতে চাইলে ফোন কেটে দেন। পরে রাসেলের মা প্রতিষ্ঠানে গিয়ে তার ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়। মারপিটের কারনে শরীরে বিভিন্ন অংশে ক্ষত চিহ্নের দাগ রয়েছে বলে জানান স্বজনরা। ততক্ষণে মির্জাপুর থানার পুলিশও হাজির হয়েছে ঘটনাস্থলে। তবে মাদরাসার কর্তৃপক্ষ বা মাদরাসার কোন শিক্ষার্থী ছিল না। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তে শেষ সোমবার (৩১ অক্টোবর) রাতেই নিহত স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন।
সরেজমিনে সোমবার (৩১ অক্টোবর) রাতে রাসেল এর বাড়িতে গিয়ে দেখা গেছে, নিহতের রাসেলের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মা আছিয়া খাতুন ছেলের শোকে বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন।
নিহত রাসেলের মা আছিয়া খাতুন জানান, মাদরাসায় গিয়ে হুজুরসহ প্রতিষ্ঠানের কাউকে দেখিনি। কোন শিক্ষার্থীও নেই। ছেলের লাশ নিয়ে যখন থানায় তখন মাদরাসার আছু হুজুরের এর স্ত্রী আমাকে ফোন করেন। আর বলেন আপা সারাজীবন আপনার সংসার চালানোর খরচ দিবো। কোন মামলা কইরেন না। আমাদের ছেলে-মেয়েরা এতিম হয়ে যাবে মামলা-মোকাদ্দমা করলে বলে ফোন কেটে দেয়। পুলিশ আমাদের ভয় দেখিয়ে লাশ দিয়ে দেয়। এর বছর খানেক আগেও ছেলে মেরে হাত ভেঙে দিয়েছিল মাদরাসার কর্তৃপক্ষ।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈন উদ্দিন জানান, আত্মহত্যা অথবা হত্যাকান্ড যাই হোক মেডিকেল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মাদরাসার ওই ছাত্রটি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।