স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ৯ম প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় টাঙ্গাইলে ১৮ সেপ্টেম্বর রবিবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাহার আহমেদ, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভির হাসান ছোট মনির, যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক (বিপ্লব), সাধারণ সম্পাদক মো.রাশেদ খান মেনন (রাসেল), স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর ফেরদৌস হাসান নোমান, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ টাঙ্গাইল জেলা শাখার সহ সভাপতি মো. আরিফুর রহমান খান, এরফানুল রহমান রুনু, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক নাঈম হাসান রিপন, দপ্তর সম্পাদক আরাফ আল জামান অনয়, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইদ্রিস শেখসহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৯ বর্ষে পদার্পন উপলক্ষে ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান দাউদ, শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগের যে সকল নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।