জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সভার আয়োজন করা হয়।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়ুব আলী এবং সহকারী মৎস্য পরিচালক মাহবুব হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইফতেখারুল অনুপম, সদস্য মামুনুর রহমান মিয়া, প্রমুখ।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, শিক্ষিত অনেক বেকার যুবক মৎস্য চাষে এগিয়ে আসছেন। মৎস্য চাষে আগ্রহ বাড়ানোর জন্য নতুন মৎস্যচাষীসহ সবাইকে উদ্বুদ্ধ এবং পরামর্শ দেয়া হচ্ছে।
শনিবার (২৮ আগস্ট) থেকে টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। আগামী (৩ সেপ্টেম্বর) মৎস্য সপ্তাহ শেষ হবে।