গণবিপ্লব রিপোর্টঃ টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের যমুনা তীরবর্তী চরাঞ্চল গন্ধবপুর এলাকা থেকে রোববার(১১ অক্টোবর) দুপুরে জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পেশায় কৃষক জাহাঙ্গীর সদর উপজেলার আনুহলা গ্রামের আহাদি হোসেনের ছেলে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান জানান, জাহাঙ্গীর হোসেন গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পায়নি। রোববার সকালে গন্ধবপুর গ্রামের একটি ধান ক্ষেতের পাশে জাহাঙ্গীরের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।