ভ্রাম্যমাণ প্রতিনিধি
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেককাটা হয়। পরে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল রহমান চঞ্চলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক ফারুক হেসেন মানিক প্রমুখ।
এদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের কলেজ রোডে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে কেককাটা হয়। পরে সেখানে অনু্িষ্ঠত আলোচনা সভায় উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, যুগ্ম-সম্পাদক সাহাদৎ হোসেন সুমন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম শিপলু, শামীম আল মামুন, আজাহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।