গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে সদর উপজেলার অয়নাপুর চরখেদরী পাড়া এলাকা থেকে হালিমা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের জন্য তাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আরিফুল ইসলামের (৩০) বিরুদ্ধে। নিহত ওই গৃহবধূ কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দেওপুর গ্রামের মজিবুর রহমানের মেয়ে।
মঙ্গলবার(২৯ ডিসেম্বর) সকালে গৃহবধূর শ্বশুর শফি মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে অয়নাপুর চরখেদরী পাড়া এলাকার শফি মিয়ার ছেলে রাজমিস্ত্রী আরিফুল ইসলামের সঙ্গে হালিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে হালিমাকে যৌতুকের টাকার জন্য চাপ দিচ্ছিল স্বামী। তার চাপে হালিমা ইতিপূর্বে তার বাবার কাছ থেকে বেশ কিছু টাকা এনে দেয়। সে টাকা শেষ হয়ে যাওয়ায় আবার চাপ সৃষ্টি করে আরিফুল। এতে হালিমা কর্ণপাত না করায় তার উপর নির্যাতন চালানো হয়। পরে মঙ্গলবার(২৯ ডিসেম্বর) সকালে স্থানীয়রা স্বামী আরিফুলের বাড়ি জনশূন্য দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্বামীর ঘর থেকে গৃহবধূ হালিমার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার এসআই হারুন-অর-রশিদ বলেন, লাশটির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছে আরিফুল। লাশটি ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে নিহত হালিমার বাবা মজিবর রহমান বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।