কোর্ট রিপোর্টারঃ

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ যৌতুক দাবি ও মারপিটের দায়ে স্বামী মিজানুর রহমানকে(৪০) তিন বছরের স্বশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারদন্ড দিয়েছেন। মঙ্গলবার(১০ নভেম্বর) দেয়া আদালতের ওই রায়ে শ্বশুর মহিউদ্দিনকে বেকসুর খলাস দেয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, বিগত ২০১২ সালের ১০ মে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গকুল গ্রামে মহিউদ্দিনের ছেলে মিজানুর রহমান তার স্ত্রী মেরিনা খাতুনের কাছে যৌতুক দাবি করে। যৌতুক দিতে অস্বীকার করলে পাষান্ড স্বামী তাকে বেদম মারপিট করে। এতে মেরিনা খাতুন মারাতœক আহত হয়। এ ঘটনায় স্ত্রী মেরিনা খাতুন বাদি হয়ে ঘাটাইল থানায় স্বামী মিজানুর রহমান ও শ্বশুর মহিউদ্দিন সহ ৪ জনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে স্বামী মিজানুর রহমান ও শ্বশুর মহিউদ্দিনের নামে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানী শেষে আদালত ওই রায় ঘোষণা করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন, স্পেশাল পিপি অ্যাডভোকেট নাসিমুল আক্তার এবং আসামী পক্ষে অ্যাডভোকেট মো. ইদ্রিস হোসেন।