গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে যৌনকর্মীদের মানবাধিকার উন্নয়ন ও নারীর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে হাসাপ, সেক্সওয়াকার্স নেটওয়ার্ক ও নারী মুক্তি সংঘের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় যৌনকর্মীদের মানবাধিকার উন্নয়ন ও নির্যাতনের বর্তমান পরিস্থিতির ওপর স্বাগত বক্তব্য রাখেন, হাসাবের টিম লিডার মো. এনামুল হক। হাসাবের প্রোগ্রাম অফিসার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভার উদ্দেশ্য উপস্থাপন করেন, সেক্স ওয়াকার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আলেয়া আক্তার লিপি, টাঙ্গাইল যৌনপল্লীতে বসবাসরত যৌনকর্মীদের বর্তমান মানবাধিকার অবস্থার ওপর বক্তব্য রাখেন, নারী মুক্তি সংঘের প্রধান নির্বাহী আকলিমা বেগম আখি। এ সময় যৌনকর্মীদের মানবাধিকার ও নির্যাতনের বর্তমান অবস্থার উন্নয়ন পন্থা নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন হাসাব’র টিম লিডার মো. এনামুল হক।