গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা রেজিস্ট্রেশন অ্যামপ্লয়ীজ আসোসিয়েশনের এক জরুরি সভা গত ৭ সনভেম্বর(শনিবার) দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ. মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জার্মান আওয়ামীলীগের সভাপতি গোলাম কিবরিয়া(বড় মনি)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি হেলাল উদ্দিন, আমিনুল ইসলাম, মো. মোসলেম উদ্দিন, আবুল কাশেম আজাদ, ইমারত হোসেন সিদ্দিকী, শহ জামাল খান, লিয়াকত আলী খান, নারায়ন চন্দ্র মন্ডল, সুভাস চন্দ্র পাল, আরিফ হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন।
সভায় সংগঠনের অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।