মু.আবিদ মল্লিক জয়ঃ
টাঙ্গাইল শহর সহ পুরো জেলায় ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। প্রচন্ড দাবদাহে হিটস্ট্রোক, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। একদিকে টাঙ্গাইল শহরসহ জেলার মানুষ প্রচন্ড দাবদাহে পুড়ছে। অন্যদিকে ঘণ ঘণ লোডশেডিংয়ে হা-পিত্যেস করছে সাধারণ মানুষ।
জানাগেছে, ২৪ ঘণ্টায় ৬ঘণ্টাও সার্ভিস দিচ্ছে না সেবামূলক সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ বিভাগ। ১ ঘণ্টা বিদ্যুৎ দিলে লোডশেডিং থাকছে দেড় থেকে দুই ঘণ্টা। ঘণ ঘণ লোডশেডিংয়ে বিভিন্ন অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকান্ড বিঘ্নিত হচ্ছে। প্রচন্ড দাবদাহের সঙ্গে লোডশেডিং যোগ হয়ে জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে।
টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী (বিক্রয় ও বিপণন) মো. সাহাগীর হোসেন জানান, সারাদেশে নৌ-ধর্মঘট অব্যাহত থাকায়, তেল ও ফার্নেস অয়েলের পর্যাপ্ত যোগান দিতে না পারায় সেগুলো চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। ফলে জাতীয়ভাবে বিদ্যুতের সাময়িক ঘাটতি দেখা দিয়েছে। তিনি জানান, প্রতিদিন টাঙ্গাইলে ১৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৭০ মেগাওয়াট। এ কারণেই ঘণ ঘণ লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুত এ সমস্যা কেটে যাবে বলে জানান তিনি।
এদিকে, প্রচন্ড গরম সহ্য করতে না পেরে সাধারণ মানুষ হিটস্ট্রোক, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন দাবদাহে ডায়রিয়া, আমাশয়, হিটস্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভীর্ত হচ্ছেন। যার মধ্যে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যাই বেশি। ফলে হাসপাতালে স্থান সংকুলান হচ্ছেনা।