মো. আল-আমিন খান:
‘নদী খাল রক্ষা করি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’ ‘স্লোগানে’ টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীর সিমানা নির্ধারণ ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা পরিষদ সংলগ্ন ব্রিজ থেকে ১০ সেপ্টেম্বর শনিবার সকালে জেলার পরিবেশ বাদী সংগঠন, সামাজিক সংগঠনের নেতৃবৃৃন্দ, সচেতন নাগরিক বৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃৃন্দ, সাংবাদিকবৃন্দসহ পরিবেশ সচেতন মানুষ’র জোর দাবি ও মানব বন্ধনের কর্মসূচির পাশাপাশি জেলা প্রশাসন এ অভিযান শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ আনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মুখলেছুর রহমান, এনডিসি আব্দুর রহিম সুজন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানোয়ারুল হক শাহিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার লিপি, নদী খাল বিল জলাশয় উদ্ধার, বন ও পরিবেশ রক্ষা সামাজিক আন্দোলন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ এনামুল করিম শহীদ, সদস্য সচিব সাংবাদিক আহমেদুল হক রতন সিদ্দিকী, নাজমুজ সালেহিন, পরিবেশ বাদী সংগঠন, সামাজিক সংগঠনের নেতৃবৃৃন্দ, রাজনৈতিক নেতৃবৃৃন্দ, সচেতন নাগরিক বৃন্দ, সুধীজন, সাংবাদিকবৃন্দ, সহ সাধারণ মানুষ, জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। লৌহজং নদীর সিমানা নির্ধারণ ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান পূর্বে জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতিসহ অন্যান্যরা নৌকায় যোগে অবৈধ স্থাপনা পরিদর্শন করেন।
সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, লৌহজং নদীর প্রায় পুরোটাই অবৈধ দখলদারদের দখলে, জেলা পরিষদ সংলগ্ন ব্রিজ থেকে দক্ষিন পাশে নদীর মাঝে তৈরি হয়েছে ফাউন্ডেশন দেয়া বিল্ডিং, নদীর মাঝে তৈরি হচ্ছে আর সিসি পিলারে তৈরি প্রভাবশালীদের বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা। জেলা পরিষদ সংলগ্ন ব্রিজ থেকে উত্তর দিকে নদী দখল করে গড়ে উঠেছে অবৈধ বস্তি। কিছুটা এগুনোর পর দেখা যায় পুলিশ লাইন সংলগ্ন লৌহজং নদীর একাংশ ও খাল মাটি ভরাট করে অবৈধভাবে দখল হয়েছে। এলাকার লোকজনের কাছ থেকে জানাযায়, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দখল করা জায়গা হাতবদল হচ্ছে প্রায়ই। দখলদারদের কেউ কেউ জড়িত রয়েছে অনৈতিক কর্মকান্ডের সাথে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জরুরী ভিত্তিতে নদী ও খাল দখলমুক্ত করা প্রয়োজন। জেলখানা ও পুলিশ লাইন সংলগ্ন হাজরাঘাট স্লুইচ গেটের দুই পাশের সরকারী জায়গা অবৈধভাবে দখল করে, মাটি ভরাট করে তৈরী হচ্ছে নতুন নতুন দোকান। তৈরী হচ্ছে পাকা স্থাপনা। দখলদারদের কেউ কেউ একাধারে কয়েকটি করে দোকানের মালিক হিসেবে সরকারি জায়গায় দোকান তৈরী করে, সেই দোকান ভাড়া দিয়ে বিপুল পরিমান টাকা আদায় করছে।
অবৈধভাবে দখলকরা জায়গায় স্থাপনা নির্মানের পর বৈদ্যুতিক মিটারের সংযোগ দেয়া হচ্ছে। অথচ বৈদ্যুতিক মিটারের সংযোগ নিতে হলে জমির মালিক হিসেবে বিদ্যুৎ অফিসে দলিল ও পৌর ট্যাক্সের কাগজ’সহ অন্যান্য কাগজপত্র দাখিল করতে হয়। এসকল কাগজ তথা জমির বৈধতা না থাকার পরও কিভাবে মিটার সহ বৈদ্যুতিক সংযোগ পাচ্ছে অবৈধ দখলদাররা এটা অনেকেরই প্রশ্ন?
পুলিশ লাইনের প্রবেশমুখে গণপূর্ত বিভাগের একটি বিজ্ঞপ্তি সম্বলিত বিলবোর্ড রয়েছে। তাতে অবৈধ স্থাপনা হতে বিরত থাকার জন্য বলা হয়েছে, অন্যথায় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে মর্মে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তবুও এদিকে কারো যেন কোন খেয়াল নেই। যার যার মত ব্যক্তিগত লাভ কিংবা সুবিধা নিয়েই ব্যাস্ত। দোকানগুলো অবৈধভাবে গড়ে ওঠায় সরকার সেখানকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। সেইসাথে টাঙ্গাইল পুলিশ লাইন সংলগ্ন লৌহজং নদী ও খাল দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। নদী ও দখল মুক্ত করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের দাবী করেন উপস্থিত সকলেই।
মানব বন্ধনে বক্তারা বলেন, ঐতিহ্যগত ভাবে টাঙ্গাইল শহর লৌহজং নদী ধারা পরিবেষ্টিত। অবৈধ দখল ও ভরাটের ফলে লৌহজং নদী আজ মৃত প্রায়।বৃষ্টির পানিসহ নদীর পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় শহরে তৈরি হচ্ছে জলাবধ্যতা। ফলে দেখা দিচ্ছে জনজীবনে চরম দুর্ভোগ এবং পরিবেশ বিপর্যয়। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় না রাখলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শহর বসবাসের অযোগ্য হয়ে পড়বে। টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় বিদ্যমান নদী ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরী। পরিশেষে সবাই বলেন, পরিবেশ সচেতনে সবাই এগিয়ে আসি, পরিবেশের ভারসাম্য রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
এইসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে একটি প্রচারপত্র বিতরণ করা হয়।