গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)’র জেলা শাখার আহবায়ক আকরাম হোসেন কিসলুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন। ১৪ নভেম্বর(শনিবার) সকালে জেলা পরিষদ কার্যালয়ে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকের হাতে ফুলের তৈরি নৌকা তুলে দিয়ে তারা আওয়ামীলীগে যোগদান করেন।
আগতদের স্বাগত জানিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান ফারুক বলেন, ঘরের সন্তান ঘরে ফিরে এসেছে, এজন্য আমরা আওয়ামী লীগের কর্মী হিসেবে কিসলু সহ সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। এসময় টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আবু সাইদ খান পিয়ারা, শহর আওয়ামী লীগ নেতা মো. আসাদুজ্জামান লিটন, মো. আরিফুর রহমান খান, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. গাজি সালাউদ্দিন, সহ-সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তালুকদার নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিক্রিয়ায় আকরাম হোসেন কিসলু বলেন, আমি দীর্ঘ দিন আওয়ামী লীগ করেছি। তবে ভাগ্যের নির্মম পরিহাসের কারণে দল থেকে কিছুদিন বাইরে ছিলাম। আমাকে কখনও দল থেকে বহিস্কার করা হয়নি। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে শরিক হওয়ার জন্য তার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে নতুন করে আওয়ামী লীগে যোগদান করলাম। আকরাম হোসেন কিসলুর সাথে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টাঙ্গাইল সদর উপজেলা শাখার আহ্বায়ক মাহফুজুল হক মোনায়েম, লতিফুর রহমান হিরু, আ. জলিল, মেহেদি হাসান পান্না, সিরাজুল মোল্লা, কমল দেব, রানা ভদ্র, জহিরুল ইসলাম, আক্কাস তালুকদার, এসএম শামীম আল মামুন, আনন্দ সূত্রধর, ছানু মোস্তফা, আলাউদ্দিন মোস্তফা, মো. জসিম’সহ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।