গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির(বাশিস) উদ্যোগে সোমবার(১৮ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভূক্ত শিক্ষক কর্মচারিদের ৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সকাল থেকে টাঙ্গাইলের সকল উপজেলার এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দলে দলে শহরের পৌর উদ্যানে এসে সমবেত হতে থাকে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারি নেতারা জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক উপস্থিত না থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. গোলাম রব্বানী, সহ-সভাপতি শামীম আল মামুন জুয়েল ও সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান প্রমুখ।