গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা বাকশিস নারায়ণগঞ্জের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চিতকারীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে।
শনিবার(২১ মে) সকাল সাড়ে ১০ শহরের নিরালা মোড়ে ঘন্টব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বাকশিস’র(বাংলাদেশ শিক্ষক সমিতি) সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ ১২ টি উপজেলার সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা অবিলম্বে লাঞ্চিতকারী এমপি সেলিম ওসমানের এমপি পদ থেকে বাতিল এবং তার গ্রেপ্তারের দাবি জানান। প্রধান শিক্ষককে বহাল রাখায় শিক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানানো হয়।
[vsw id=”DpqMOXeveYg” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]