গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে রোববার(২৭ মার্চ) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। ৮ম পে-স্কেলে শর্তহীন অন্তর্ভূক্তি ও টাইমস্কেল পুন:বহালের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই স্মারকলিপি প্রদান করা হয়।
সকাল ১১ টায় টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক ইউসুব আলী ও জেলা বাকশিস’র ভঅরপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শিক্ষক-কর্মচারীরা টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় অধ্যক্ষ আনন্দ মোহন দে, অধ্যক্ষ আব্দুল বাছেত, অধ্যাপক জহিরুল ইসলাম শাহিন, অধ্যাপক মিজানুর রহমান আকন্দ, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক ওবায়দুর রহমান, অধ্যাপক মৃদুল চন্দ্র ভৌমিক, অধ্যাপক মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।