গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে এক সংবাদ সম্মেলন শুক্রবার(১৮ ডিসেম্বর) জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
এনসিটিএফ’র উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, এনসিটিএফ’র সভাপতি কাজী ফারহানা তাসনিম।
তিনি বলেন, শিশুশ্রম, শিশু নির্যাতন, বাল্য বিয়ে, শিশুর স্বাহ্য ও শিক্ষা-বিনোদন এই অধিকারগুলো বাস্তবায়নের লক্ষে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। টাঙ্গাইলে শিশু পাচার, বাল্য বিয়ে ও মাদকাসক্তি বৃদ্ধি পেয়েছে, কিভাবে এ হার কমানো যায় এ নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
এরআগে একটি বর্ণাঢ্য র্যালি টাঙ্গাইল জেলা শিশু একাডেমি থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।