গণবিপ্লব রিপোর্টঃ
শ্যালিকাকে ধর্ষণের পর হত্যা মামলায় টাঙ্গাইলের মানিক মিয়ার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের করা আপিল ও ডেথরেফারেন্সের ওপর শুনানি নিয়ে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এ রায় দেন। এ মামলায় নিম্ন আদালতের রায়ে কারাদণ্ডপ্রাপ্ত মানিকের বাবা রমজানকে খালাস দেয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৭ সালের ১৩ জুন টাঙ্গাইলের মির্জাপুরে মানিক মিয়ার বাড়িতে বেড়াতে যান শ্যালিকা হাসনা বেগম। ওই দিন রাত ১টার দিকে মানিক তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। ঘটনার প্রায় দুই মাস পর পুলিশ বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এ মামলায় ২০১০ সালের ২৯ ডিসেম্বর মানিক মিয়াকে মৃত্যুদণ্ড এবং তার বাবা রমজানকে আড়াই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন।
এ রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করে। পাশাপাশি ডেথরেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। এসবের ওপর ১০ ডিসেম্বর শুনানি শেষে রোববার রায় ঘোষণার দিন রাখেন আদালত। আদালতে আসামি পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির। রায়ের পর অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট আপিল আংশিক মঞ্জুর করে মানিকের দণ্ড বহাল রেখে তার বাবা রমজানকে খালাস দিয়েছেন। মানিক বর্তমানে কারাগারে রয়েছেন।