গণবিপ্লব রিপোর্টঃ টাঙ্গাইলে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদবাজার। ঈদবাজার মানেই ভিড় ঠেলে প্রিয়জনের জন্য পছন্দের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে শহরের বিভিন্ন মার্কেটে কেনাকাটার উৎসব।
দিনের শুরুতে দোকানদারদের সাটার খোলার আগেই বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ক্রেতাদের ভিড় জমে যায় মার্কেটগুলোতে। ঈদ উপলক্ষে পোশাক-জুতা-গহনা কেনাবেচায় ব্যস্ত টাঙ্গাইলের ক্রেতা-বিক্রেতারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে শহরের বিভিন্ন দোকানে কেনাকাটার উৎসব। তিল ধারণের ঠাঁই থাকে না দোকানগুলোতে। ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেট-সর্বত্র একই অবস্থা।
সকাল থেকে রাত পর্যন্ত টাঙ্গাইল প্লাজা, মডার্ন হকার্স মার্কেট, হীরা সুপার মার্কেট, মাহামুদুল হাসান কলেজ মার্কেট, সাহা সুপার মার্কেট, আধুনিক মুক্তিযোদ্ধা মার্কেটসহ সকল মার্কেট ও শপিং মল গুলোতে বিভিন্ন শ্রেণির মানুষ তাদের পরিবার নিয়ে আসছেন ঈদের কেনাকাটা করতে। সামর্থ অনুযায়ী পছন্দের পোশাক-জুতা-গহনা-কসমেটিকসসহ অন্যান্য জিনিস ক্রয় করছেন।
বিশিষ্ট শাড়ি ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ঈদকে সামনে রেখে ভিন্ন ডিজাইন আর ভিন্ন দামের শাড়ি বাজারে এসেছে। এর মধ্যে রয়েছে- বালুচুড়ি, হ্যান্ডি ব্লক, জুট কাতান, সুুতি, হাফ সিল্ক, সফট সিল্ক, জামদানী সিল্ক, মসলিন এমব্রয়ডারি, ধুপিয়ান ও ঝলক কাতান। এবারের ঈদে নতুন মোড়কে বাজারে এসেছে জুট কাতান ও সফ্ট ও টিসু সিল্ক। আর ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে জামদানী, সুতি, টাঙ্গাইল শাড়িসহ হাতে বোনা সিল্ক শাড়ি। ক্রেতারা এবার গরমের কারণে সুতি শাড়িকে প্রাধান্য দিচ্ছেন।
এবারের ঈদবাজারে প্রতিটি টাঙ্গাইল সুতি শাড়ি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে দেড় হাজার টাকা, হ্যান্ড ব্লক ৭০০ থেকে ১৫০০ টাকা, বালুচুড়ি দেড় হাজার থেকে আড়াই হাজার এবং জামদানী ২ হাজার থেকে ১০ হাজার টাকা। এ ছাড়া ডিজাইন ও রকমভেদে শাড়িগুলোর দাম নেয়া হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে সাড়ে ১২ হাজার টাকা পর্যন্ত।
অ্যান্ডি সিল্কের ওপর স্ট্রাইপ ও নকশা করা নতুন ডিজাইনের শাড়ি ৪ হাজার থেকে ৮ হাজার টাকা, ধুপিয়ান ও বলাকা সিল্কের শাড়িগুলো সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবারের ঈদেও জামদানী শাড়ি তার ঐতিহ্য ধরে রেখেছে।
এদিকে, বাজারে ভারতীয় টিভি সিরিয়ালের বিভিন্ন চরিত্রের নামে মেয়েদের পোশাক- কিরণমালা, পাখি, ইষ্টি কুটুম, বাহা, ফ্লোর টাচ, ক্যাটরিনা, দীপিকা, লুঙ্গি ড্যান্সের দাপট বেশি দেখা যাচ্ছে।
মেয়েদের থ্রি-পিস ৫০০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা, ছেলেদের পাঞ্জাবি ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা, শার্ট-প্যান্ট ৬০০ টাকা থেকে ৫ হাজার টাকা ও বাচ্চাদের পোশাক ৩০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর তাদের বেচাকেনা অনেক ভালো। শহরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করায় এবার আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভাল।