গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার(১৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী একটি বিশাল মিছিল বের করা হয়। ১৪ দলের দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ওই মিছিল সমাবেশের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন সজ্জিত জঙ্গি বিরোধী মিছিলে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ করে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মিছিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫ সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজামান স্মৃতি, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।