গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের সমন্বিত আইনের দাবিতে র্যালি, সমাবেশ ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। পরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার লিপি প্রমুখ।