গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে সরস্বতী পুজা উপলক্ষে কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে তিন দিনব্যাপি প্রতিমা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩ ফেব্রুয়ারি) বিদ্যাদেবী সরস্বতী পুজা উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। মেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মন্দির ও বাসা-বাড়ির পুজারিরা প্রতিমা কিনে নেয়। প্রতিমা তৈরির কারিগররা মেলায় এসে প্রতিমা তৈরি ও বিক্রি করেন। মেলায় ছোট, বড় বিভিন্ন সাইজের প্রতিমা বিক্রি হয়। ছোট সাইজের প্রতিমা বিক্রি হয় ২০০ থেকে ৫০০ টাকায়। মাঝারী সাইজের প্রতিমা বিক্রি হয় ৬০০ থেকে এক হাজার ৫০০ টাকায়। বড় সাইজের প্রতিমা বিক্রি হয় দুই হাজার থেকে ১০ হাজার টাকায়।