আল-আমিন খান:–
টাঙ্গাইলের গালা ভূমিহীন সমিতির আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি’র সহযোগীতায় ‘নাটক হোক সমাজ বদলের হাতিয়ার’ স্লোগানে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে শিবপুর কাঁচাবাজার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিহীন সমিতির গালা ইউনিয়ন কমিটির সভাপতি শামছুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন, নিজেরা করি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ টিমের আব্দুস ছামাদ, সাবেক ঢাকা বিভাগীয় সমন্নয়ক বীর মুক্তিযোদ্ধা খঃ সামছুল আলম, বিভাগীয় সমনয়ক ফজলুল হক, নিজেরা করি’র অঞ্চল সমনয়ক আফরুজা বেগম, সাংস্কৃতিক কর্মী যমুনা দাশ, রমজান আলী মণ্ডল, কর্মসূচী সংগঠক এসএমএ মোমেন (রিপন) স্থানীয় ইউপি সদস্য বাবু রাজকুমার, সাবেক মেম্বার মাজেদা বেগম ( জেলার শ্রেষ্ঠ জয়িতা), ভূমিহীন নেত্রী লতা বেগম, স্থানীয় আ’লীগ নেতা খোরশেদ আলম প্রমুখ।