টাঙ্গাইল ৩ মার্চ : টাঙ্গাইলে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মো. মঞ্জুরুল ইসলাম ওরফে মনসুর আলী (২৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর ০২টায় টাঙ্গাইল পৌরসভার পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনসুর আলী পৌরসভার পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার নবাব আলীর ছেলে।
টাঙ্গাইল মডেল থানার এএসআই আমিনুর রশিদ ও জীবি দাস গণবিপ্লবকে জানান, ২০১৩ সালে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনসুর আলী এতোদিন পালিয়ে ছিলেন। তিনি এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।