গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে সামাজিক বনায়নের উপকারভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে।
সামাজিক বন বিভাগের আয়োজনে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে শহরের শহীদ স্মৃতী পৌর উদ্যানে সামাজিক বনায়নের উপকারভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও গাছের চারা বিতরণ করেন।
জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহীন সৈকত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও বিভাগীয় বনকর্মকর্তা মো. মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে ১০ জন উপকারভোগীর মাঝে চেক বিতরন এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরন করা হয়।
এর আগে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে বন বিভাগের আয়োজনে ছয় দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মনোয়ারা বেগম এমপি।