গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বুধবার(২৩ ডিসেম্বর) দুপুরে মানববন্ধন করেছে প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের টাঙ্গাইল জেলা শাখা।
টাঙ্গাইলে কৃত্য পেশাজীবী জনসাধারণ গড়ে তোলা, উপজেলায় ইউএনও’র একক কর্তৃত্ব¡ বাতিল, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইস স্কেল পূর্নবহাল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবিতে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের টাঙ্গাইল সদর কমিটির সভাপতি ডা. সুফিয়া বেগম, সহ-সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।