গণবিপ্লব রিপোর্টঃ
দেশের সঙ্গীতাঙ্গণের প্রবাদ পুরুষ সুর সম্রাট আব্বাস উদ্দিনের ১১৫তম জন্মবার্ষিকী শনিবার (১৪ নভেম্বর) পালন করা হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইলের আব্বাস উদ্দিন সঙ্গীত বিদ্যালয় নানা কর্মসূচি পালন করে।
আব্বাস উদ্দিন সঙ্গীত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মরমী কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিনের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি খন্দকার মোখলেছুর রহমান মনি। প্রধান অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি। বিশেষ অতিথি ছিলেন, মেজর জেনারেল(অব.) মাহমুদুল হাসান আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম উজ্জল। আলোচক ছিলেন, আব্বাস উদ্দিন সঙ্গীত বিদ্যালয়ের সহ-সভাপতি দেবাশীষ দেব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিনুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিশিষ্ট সুরকার, গীতিকার ও সঙ্গীত শিল্পী ফিরোজ আহাম্মেদ বাচ্চু।