গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে ধলেশ্বরী নদীতে নৌকা ভ্রমনে গিয়ে সেলফি তোলার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ কলেজ ছাত্র জাহিদুল ইসলামের(২০) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩০ ঘন্টা পর বুধবার(১০ আগস্ট) সন্ধ্যায় তার লাশ ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল উদ্ধার করে।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকার কলেজ ছাত্র জাহিদুল কয়েকজন বন্ধু ও বান্ধবী মিলে গত মঙ্গলবার(৯ আগস্ট) বিকালে নৌকা ভ্রমণে বের হয়। এসময় নৌকাটি পোড়াবাড়ি ইউনিয়নের নন্দিপাড়া এলাকায় পৌঁছলে জাহিদুল ও তার এক বান্ধবী সেলফি তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করতে পারলেও জাহিদুল পানিতে ডুবে যায়। পরে নিখোঁজ জাহিদুলকে উদ্ধার করতে আসা ফায়ার সার্ভিস কর্মীরা ব্যর্থ হয়। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল রাত পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। এরপর ডুবুরি দল বুধবার(১০ আগস্ট) দিনব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ধলেশ্বরী নদীর নন্দিপাড়ায় মাটির নিচে চাপা পড়া অবস্থায় তার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, যেস্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে সুস্ক মৌসুমে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় গভীর গর্তের সৃষ্টি হয়। ওই গর্তে পানির প্রবল ঘুর্ণিপাকে পড়ে ছেলেটি মারা যায়।
এ ঘটনায় টাঙ্গাইল শহরে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেটির মৃত্যু শোকে তার মা বার বার মূর্ছা যাচ্ছেন। সে বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।