কোর্ট রিপোর্টারঃ
টাঙ্গাইলে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামী আবুল হোসেনকে(৫৫) ফাঁসির দ-াদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শরীফ উদ্দিন আহমেদ সোমবার(৯ মে) দুপুরে আসামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। ফাঁসির দ-প্রাপ্ত আবুল হোসেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া উত্তরপাড়া গ্রামের মৃত মিয়া চানের ছেলে।
বিবরণে প্রকাশ, বিগত ১৯৯৮ সালের ১৫ জুলাই আবুল হোসেন করটিয়া বাজারে দোকান করার জন্য তার দ্বিতীয় স্ত্রী খোদেজা বেগমকে তার বাবার কাছ থেকে ১০ হাজার টাকা আনতে পাঠায়। খোদেজা বেগম বাড়িতে গিয়ে তার বাবা দুদু মিয়ার কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে আসে। তিন হাজার টাকা দেখে স্বামী আবুল হোসেন ক্ষুব্ধ হয় এবং গালিগালাজ করতে থাকে। আবুল হোসেন ও তার প্রথম স্ত্রী জালানী বেগম এক পর্যায়ে খোদেজা বেগমকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করে। এ বিষয়ে খোদেজা বেগমের চাচা শহীদুল ইসলাম বাদী হয়ে ওইদিনই দুইজনকে অভিযুক্ত করে বাসাইল থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানী শেষে সোমবার(৯ মে) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওই রায় ঘোষণা করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি একেএম নাছিমুল আক্তার, আসামী পক্ষে ছিলেন, অ্যাডভোকেট আব্দুল বাকী মিয়া।