কামরুল হাসানঃ
টাঙ্গাইলে ‘স্বাস্থ্য কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির অধীনে শুরু হচ্ছে জাতীয় সেবাদান কার্যক্রম। কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারগুলোকে একটি হেলথ র্কাড দেওয়া হবে। এ কার্ডের মাধ্যমে তারা ৫০টি রোগের সার্বিক চিকিৎসা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। অ্যাপেন্ডিসাইটিস, ফ্লু, অ্যাজমা থেকে শুরু করে গর্ভকালীন চিকিৎসা সেবাও থাকছে এ কার্ডের অধীনে। বৃহস্পতিবার (২৪ মার্চ) টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদে এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গরিব মানুষের স্বাস্থ্যসেবায় এ কর্মসূচি যুগান্তকারী। প্রতিটি পরিবার মাসে এ কার্ডের অধীনে ১ হাজার টাকার ফ্রি চিকিৎসা পাবেন। ইন্স্যুরেন্স স্কিমের অধীনে বছরে ৫০ হাজার টাকার ফ্রি চিকিৎসা দেয়া হবে। প্রয়োজনে জেলা হাসপাতালে রেফার করা হবে।
মন্ত্রী বলেন, ২০১৯ সালে তিনটি মূল কারণে প্রধানমন্ত্রী হিসেবে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করবে জনগণ। প্রথম কারণ হচ্ছে, ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়া; দ্বিতীয় কারণ হচ্ছে, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ এবং শেষ কারণটি হচ্ছে, ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া।
তিনি বলেন, শেখ হাসিনার নামে টাঙ্গাইলে মেডিকেল কলেজ হচ্ছে। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। সেখানে ৩২টি ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
মোহাম্মদ নাসিম বলেন, ২০১৪-১৫ সালে বিএনপি-জামাতের তা-ব মানুষ ভোলেনি। আওয়ামী লীগ কোনো হাওয়া ভবন তৈরি করেনি, বরং গ্রামে-গঞ্জে মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে।
স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অর্থনীতি বিভাগের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এ কর্মসূচির অধীনে নির্দিষ্ট সূচক ব্যবহার করে পাইলট এলাকায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলোকে চিহ্নিত করা হয়েছে। পরিবার প্রতি সবাইকে একটি স্বাস্থ্য কার্ড দেয়া হবে। এ কার্ডের ভিত্তিতে পরিবারের সদস্যরা চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে পারবেন এবং ৫০টি রোগের (রোগ নির্ণয়, ওষুধ, পথ্যসহ) পূর্ণ চিকিৎসা বিনামূল্যে পাবেন।
তিনি বলেন, পাইলট প্রকল্প চলাকালে এই প্রিমিয়ামের অর্থসহ প্রকল্পের যাবতীয় ব্যয় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি উন্নয়ন সেক্টরের উন্নয়ন কর্মসূচি থেকে সংস্থান করা হবে। পরবর্তীতে সরকারি বরাদ্দ ও সচ্ছল পরিবারের কাছ থেকে প্রিমিয়াম সংগ্রহের মাধ্যমে অর্থায়ন করা হবে এ কর্মসূচিতে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশঅসক মো. মাহবুব হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার কালিহাতী, মধুপুর ও ঘাটাইল উপজেলায় এ পাইলট কার্যক্রম শুরু করা হবে। পরবর্তী পর্যায়ে অভিজ্ঞতা পর্যালোচনা করে ধাপে ধাপে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।