গণবিপ্লব রিপোর্টঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা দায়ের করার প্রতিবাদে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে যায়।
জানা যায়, মঙ্গলবার(২৬ জানুয়ারি) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড হতে নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার মুখে তারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক শাহীন, জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপি আহ্বায়ক সাদেকুল আলম খোকা, আবুল কাসেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ, শাহীন আহম্মেদ তালুকদার, তাইবুর রহমান আসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির, ছাত্র দলের সহ-সভাপতি ছালেহ মোহাম্মদ সাফি ইথেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. নুরুল ইসলাম প্রমুখ। এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহন করেন।