গণবিপ্লব রিপোর্টঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে।
শনিবার(২ এপ্রিল) বিকালে স্বেচ্ছাসেবকদলের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হতে থাকে। এরপর সেখান থেকে একটি মিছিল বের হওয়ার চেষ্টা করলে গেটের মূলফটকে মিছিলটিকে আটকে দেয় পুলিশ। এতে স্বেচ্ছাসেবকদলের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল কর্মসূচি পন্ড হয়ে যায়। পরে পুলিশি বাধার মুখে সেখানেই সমাবেশ করে স্বেচ্ছাসেবকদল। সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক শাহীন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামীল শাহীন, আতাউর রহমান জিন্নাহ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রৌফ, মো. শাহীন আহমেদ তালুকদার, আব্দুল কাদের প্রমুখ।