ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের রাবনা বাইপাসে শুক্রবার(২০ নভেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) নিহত ও ১৬ বাসযাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বেলা সাড়ে ১১টার দিকে।
গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা পুলিশ ফাঁিড়র এসআই শাহ আলম জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা রিফাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহর বাইপাস রাবনায় শুক্রবার(২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বাসটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অজ্ঞাতপরিচয় ওই নারীর মৃত্যু হয়।