গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল থেকে যাতায়াতের তিনটি সড়ক সংস্কারের দাবিতে সোমবার(৯ নভেম্বর) মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
সকালে শহরের বেবীস্ট্যান্ডে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি চলাকালে শ্রমিকরা দাবি করেন, টাঙ্গাইল-নাগরপুর, টাঙ্গাইল-গোলচত্তর, টাঙ্গাইল-বরুহা-পাকুল্যা সড়ক তিনটি দীর্ঘদিন যাবত সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়ক তিনটিতে অসংখ্য ছোট-বড় খানাখন্দের কারণে প্রতিদিনই যানবাহনের যন্ত্রাংশ ভেঙ্গে-অকেজো হয়ে পড়ছে। ফলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যাত্রী সাধারণ মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে। তারা সড়ক তিনটি দ্রুত সংস্কারের দাবি জানায়।
টাঙ্গাইল জেলা অটোরিকশা-অটোটেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়নের বেবীস্ট্যান্ড আঞ্চলিক শাখা আয়োজিত ওই মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যর মধে উপস্থিত ছিলেন, জেলা অটোরিকশা-অটোটেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন সিকদার, আঞ্চলিক শাখার সভাপতি হারুনুর রশিদ হাবিবুর, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে টাঙ্গাইল জেলা অটোরিকশা অটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন শাখার নেতা ও ছোট যানবাহনের চালকরা অংশ নেন।