ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
জামায়াত ইসলামীর ডাকা সোমবারের (২৩ নভেম্বর) হরতালের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।
সোমবার(২৩ নভেম্বর) সকাল ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ ছাড়াও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে মিছিল বেলা ১২ টায় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়হেরুল ইসলাম জোয়াহের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান মারুফ প্রমুখ।