গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে জামায়াতের ডাকা সোমবারের(২৩ নভেম্বর) হরতালের কোন প্রভাব লক্ষ করা যায়নি। সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হলেও জামায়াত-শিবিরের কোন নেতাকর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি। অন্য দিনের মতই জেলার সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও অফিস-আদালতের কার্যক্রম চলছে স্বাভাবিক।
টাঙ্গাইল শহরের দোকানপাট, ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও স্কুলের কার্যক্রম অন্য দিনের মতোই চলছে। শহরের প্রতিটি দোকানপাট খোলা রয়েছে। এছাড়া জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন এবং ট্রেন নির্দিষ্ট সময়ে স্বাভাবিকভাবে চলাচল করছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্র্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবের গাড়িও টহল দিতে দেখা গেছে।