ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলে ছাত্রদলের ডাকা বৃহস্পতিবারের আধাবেলা হরতাল জনজীবনে কোন প্রভাব ফেলেনি। ছাত্রদল হরতাল ডেকে মাঠে না থাকায় অন্য দিনের মত স্বাভাবিক ভাবে চলছে দিনের কাজকর্ম। স্কুল-কলেজ, দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান, ভ্যান-রিকশা, অটোরিকশা-টেম্পু সহ যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অফিস-আদালতের কাজ চলছে আগের মতই।
শহরের ৯৮ ভাগ দোকানপাটই ছিল খোলা।
এদিকে, বুধবার দুপুরে হরতাল আহ্বানের পর থেকে জেলা, পৌর ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। মোবাইলে যোগাযোগ করেও অনেকের মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়। উল্লেখঃ জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে গ্রেপ্তারের ও নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার আদাবেলা হরতাল আহ্বান করে জেলা ছাত্রদল।