
টাঙ্গাইল ৫ এপ্রিল : টাঙ্গাইল পৌরসভার কাগমারা গ্রামে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে হাজী হাসকিং রাইস মিল ও হাজী অটো রাইস মিলের যৌথ উদ্যোগে কর্মহীন ও দুস্থ্য দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি ও হাজী অটো রাইস মিলের মালিক মো. ইমান আলী, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল ফকির, কাগমারা রওজাতুল জান্নাত নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার সহ-সভাপতি আব্দুস সালাম হিরু, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বকুল, সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান রিপন, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম, সহকারি কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, সুলতান মাহমুদ প্রমুখ।
প্রত্যেককে ৮ কেজি চাল, ডাল ১ কেজি, চিড়া ১ কেজি দেওয়া হয়।