স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুরে ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুই নারিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। রোববার (৭ মে) বিকালের দিকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- টুকু (২২) পিতা- সাত্তার, বিথি (২৪) স্বামী- বিপ্লব। আটককৃতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার ফারাম পাড়া গ্রামে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গোপান সংবাদের ভিত্তিতে বিকালে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনন্সিডিলসহ দুই নারিকে আটক করা হয়েছে।