গণবিপ্লব রিপোর্টঃ
‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন, এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে শনিবার ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে জেলা সমবায় বিভাগ ও সমবায় ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের হয়। টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ভাসানী হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা সমবায় বিভাগ ও সমবায় ইউনিয়নের সকল কর্মকর্তা ও কর্মচারীসহ অংশ নেন। শোভাযাত্রা শেষে ভাসানী হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।