গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির কার্য নির্বাহী পরিষদের নির্বাচনে ১৭টি পদের মধ্যে ১৩ টিতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও চার টিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী বিজয়ী হয়েছেন।
বার সমিতির নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬৩০জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে দিনব্যাপি ভোট গ্রহন শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো. মুলতান উদ্দিন সভাপতি পদে ও মহসিন সিকদার সাধারণ সম্পাদক পদ সহ ১৩টি পদে নির্বাচিত হন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মো. ফজলুর রহমান লাইব্রেরি সম্পাদক সহ চারটিতে বিজয়ী হন।
বিজয়ী অন্যান্য প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান সেলিম ও মো. সাখাওয়াত হোসেন মিয়া, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলমাস মিয়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাহিদ সামস। নির্বাহী সদস্যরা হচ্ছেন তাসলিমা আকন্দ, মাহবুবুর রহমান, মুহাম্মদ মূনাল হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. শামীম রেজা, হরিপদ পাল, মোহাম্মদ ওয়াসিম তারেক আনসারী, মোহাম্মদ কবির হোসেন ও এমএ রউফ।
নির্বাচনে অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
নির্বাচনস্থলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামছুল আলম তোফা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।