গণবিপ্লব রিপোর্টঃ
৮৪তম বার্ষিক সাধারণ সভার উপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা স্বত্তেও টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ৮৫তম বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আগামী শুক্রবার এ সভার তারিখ নির্ধারণ করা হয়। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এ সাধারণ সভার আয়োজন করাকে নিয়ে ব্যাংকের আওতাধিন মার্কেটটির ১৯৮২ সালের ক্রয়কৃত ১৫৫ জন মালিককের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগে জানা যায়, সমিতিগণের পক্ষ থেকে বহেরাতৈল সমবায় সমিতির সভাপতি বদরুদ্দোজা তালুকদার ও ঘারিন্দা সমবায় সমিতির ম্যানেজার বেনজির ২০১৭ সালে ১৩ মার্চ মহামান্য সুপ্রীম কোর্টের হাই কোর্ট ডিভিশনে করা পিটিশনের ভিত্তিতে টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ৮৪তম বার্ষিক সাধারণ সভার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। এ নিষেধাজ্ঞা স্বত্তেও ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির চলতি বছরের ৩০ জুন তারিখের সভার সিদ্ধান্ত অনুয়ায়ি আগামী ২৮ জুলাই ৮৫তম বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারন করেন টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সভাপতি কুদরত ই এলাহি খান। আদালত অবমাননার মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যাংকের আওতাধিন মার্কেটটির ১৯৮২ সালের ক্রয়কৃত ১৫৫ জন মালিক। অনতি বিলম্বে এ সভা বন্ধের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ ব্যাপারে টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সভাপতি কুদরত ই এলাহি খান বলেন, ৮৪তম বার্ষিক সাধারণ সভার উপর করা পিটিশনে হাইকোর্ট ডিভিশনের কোন স্টে অর্ডার ছিলনা। একারণে ৮৫তম বার্ষিক সাধারণ সভা করতে আইন কোন বাধা নেই।
উল্লেখ, গত ২০১৪ সালের ১৬ মে টাঙ্গাইল কেন্দ্রীয় ব্যাংকের আওতাধিন সমবায় মার্কেটের ১৯৮২ সালের ক্রয়কৃত ১৫৫জন মালিককে উচ্ছেদ করে মার্কেট ভবনটি ভেঙ্গে ফেলা হয়।