ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দল অনুর্ধ্ব-১৬ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় গাজিপুর জেলা দলকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার(২৫ এপ্রিল) ময়মনসিংহ জিমনেশিয়াম মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় এই ফাইনাল খেলা ০২০১অনুষ্ঠিত হয়। খেলায় টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দল ৪ উইকেটে জয় লাভ করে। রানার আপ হওয়ার গৌরব অর্জন করে গাজিপুর জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দল।
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত চূড়ান্ত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গাজিপুর জেলা। তারা ৪২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দলের খেলোয়ার অন্তর ইসলাম শাফি ৪টি উইকেট দখল করে। ১৪৯ রানের টার্গেট নিয়ে মাঠে নামে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দল। তারা ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন অন্তর ইসলাম শাফি।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কর্মকর্তা জাভেদ ইকবাল তাপস, বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান উজ্জল, টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দলের ম্যানেজার জহিরুল ইসলাম স¤্রাট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমান।
এদিকে, ঢাকা দক্ষিন বিভাগীয় দলে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দল থেকে ৭ জন খেলোয়ার জায়গা করে নিয়েছে। তারা হলেন, রোমান হোসেন, নাসিউল হক সানী, একরামুল আলম বিজয়, অন্তর ইসলাম শাফি, তানভীর আহমেদ, মুসফিক রনি ও আহমেদ শরীফ।