গণবিপ্লব রিপোর্টঃ
আগামী ১৮ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ সমমনা এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সমমনাদের নিয়ে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দু’প্যানেলের প্রার্থীরাই অবিরাম প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
শাসক দল আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনীত মুলতান-মহসিন পরিষদের প্রার্থীরা হচ্ছেন, সভাপতি মুলতান উদ্দিন, সহ-সভাপতি মনিরুজ্জামান সেলিম ও সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মহসিন সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, লাইব্রেরি সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক আলমাস মিয়া, সাহিত্য ও সাংস্কৃৃতিক সম্পাদক জাহিদ সাম্স। নির্বাহী সদস্যরা হচ্ছেন আবুল কাশেম, তাসলিমা আকন্দ, রফিকুল ইসলাম, শাহজাহান আলম চৌধুরী ও হরিপদ পাল।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত নজরুল-আইয়ূব পরিষদের প্রার্থীরা হচ্ছেন, সভাপতি আকম নজরুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী ও এসএম আব্দুস সালাম তালুরদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান খান আইয়ূব, যুগ্ম-সম্পাদক মির্জা আরিফ ইখতিয়ার খোকন, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, ক্রীড়া সম্পাদক ইমদাদুল হক সাইদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হারুনূর রশিদ মিয়া। নির্বাহী সদস্যরা হচ্ছেন ওয়াসীম তারেক আনসারী, মোহাম্মদ কবির হোসেন, মেহেদী হসান, মোহাম্মদ মোস্তফা হোসেন চৌধুরী, এমএ রৌফ, আব্দুর রশীদ, শওকত আলী মিয়া, শরিফুল ইসলাম ও শাহাদত হোসেন।