গণবিপ্লব রিপোর্টঃ টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ফজলুর রহমান খান ফারুককে সভাপতি ও জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কাউন্সিলরদের সাথে দীর্ঘ আলোচনা শেষে আজ রোববার(১৮ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ কমিটির ঘোষণা দেন। বাকি পদগুলো জেলা কমিটির নেতৃবৃন্দ বসে কেন্দ্রীয় নেতাদের পরামর্শে পূরণ করা হবে বলে জানানো হয়।
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক বিগত কমিটির সাধারণ সম্পাদক ও ত্যাগী নেতা জোয়াহেরুল ইসলাম জোয়াহের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।